Header Ads

একজন দক্ষ প্রজেক্ট ইঞ্জিনিয়ারের কাজ



১। ড্রয়িং ডিজাইন সংগ্রহ করা।
২। আর্কিটেচারাল স্ট্রাকচারাল ডিজাইন মিলানো, সমস্যা থাকলে অফিসে জানানো।
৩। ডিজাইন অনুসারে কাজ দেখা
৪। সাইটে কোন মালামাল প্রয়োজন হলে আগে থেকে রিকুজিশন করা।
৪। সকালে সাইটে প্রবেশ করার পর কোন মালামাল আসলে তার গুনগত মান ঠিক আছে কি না দেখা, সমস্যা থাকলে অফিসে জানানো।
৫। সাইট পরিষ্কার রাখা।
৬। সাইটের ইলেট্রিক লাইন সব ঠিক ভাবে রাখা।
৭। স্যানিটারীর লাইন পানির লাইন ঠিক আছে কি না।
৮। মালামাল সুন্দর ভাবে রাখা যেমন, পাথর, সিলেট বালি, লোকাল বালি, খোয়া, না হয।
১৪। সিমেন্ট এর খালি বস্তা গোডাউনে ভাল ভাবে রাখা।
১৫। সকল কাজে সল সুতা ভাল ভাবে পরীক্ষা করা।
১৬। সকল ফিটিং সেট করার আগে উচ্চতা পরীক্ষা করা যেমন, সুইচ বোড, লাইট পয়েন্ট, পাওয়ার পয়েন্ট, বিব কর্ক কনসিল স্টপ কর্ক ইত্যাদি।
১৮। টাইলস লাগানোর আগে পাইপ লাইন, পেসার চেক, লাইট পয়েন্ট, ওয়াস্ট ওয়াটার লাইন, কমড লাইন, বেসিন লাইন, ঠিক ভাবে হয়েছে কি না পরীক্ষা করা।
১৯। রং করার আগে রং সিলেকশন করা কোন রুৃমে কি রং হবে, তারপর ভাল ভাবে ঘোষা হয়েছে কি না চেক করা, পুটি ঠিক ভাবে মিক্স, লাগানো, আবার ঘোষা, প্রথম কোট দ্বিতীয় কোট, ফাইনাল কোট শেষে চেক করা।
২০। চৌকাট গ্রীল রেলিং ওয়ার লেভেল সল চেক করা।
২১। তার লাগানোর সময় আর এম অনুসারে দেওয়া হচ্ছে কি না চেক করা যেমন এসি / আর এম পাওয়ার পয়েন্ট /. আর এম লাইট ফ্যান পয়েন্ট . আর এম ইত্যাদি।
এছাড়া আরও অনেক বিষয়ে পরীক্ষা বা চেক করতে হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.