ডিপ্লোমা প্রকৌশলী কাকে বলে?
ডিপ্লোমা
প্রকৌশলী কাকে বলে?
..............................................................
ডিপ্লোমা
প্রকৌশলী হচ্ছে একজন ব্যাক্তি, যিনি প্রাথমিক ভাবে উপ-সহকারি প্রকৌশলী
পদে নিযুক্ত হোন এবং ইন্জিনিয়ার টিমের একজন সক্রিয় সদস্য হিসেবে বা মধ্যমনি হিসেবে
কাজ করেন। ডিপ্লোমা ইন্জিনিয়ারগণ উপরের স্তরের কর্মকর্তাদের থেকে কাজ বুঝে নেন এবং অধীনস্ত দক্ষ শ্রমিক/টেকনিশিয়ানদেরকে কাজ বুঝিয়ে দেন।
.
ডিপ্লোমা
ইন্জিনিয়ারিং কোর্সের মূল উদ্দেশ্য:
.................................................................
আর
ডিপ্লোমা ইন্জিনিয়ারিং কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে Supervising,
Technologist & Development Engineer সৃষ্টি
করা।
এই
জন্য ডিপ্লোমা ইন্জিনিয়ারিং কোর্স মৌলিক ইন্জিনিয়ারিং বই সমূহ ছাড়াও
Book Keeping & Accounting, Business organization & Communication, industrial
management সহ আরো অনেক গুলো কমার্সের বই পড়তে হয়।
.
বাংলাদেশে
৪৯টি সরকারি পলিটেকনিকে ডিপ্লোমা কোর্স রয়েছে। বাংলাদেশে সর্বমোট ৩২টি টেকনোলজিতে ডিপ্লোমা করানো হয়। চাকুরির প্রাথমিক অবস্থায় ডিপ্লোমা ইন্জিনিয়ারগণ ২য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা এবং ১০ম গ্রেড থেকে কর্মজীবন শুরু করেন। ৪/৫বছর সফলতার
সাথে কাজ করলে ৯ম গ্রেডে তথা
প্রথম শ্রেণীর প্রকৌশলী হিসেবে প্রমোশন পান।
diploma engineer |
কোন মন্তব্য নেই